ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ইটনা উপজেলার ধনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার সন্ধ্যায় ধনপুর ইউনিয়ন পরিষদের মাঠে ইফতার পূর্ববর্তী সময়ে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা থানার ওসি মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ গোপ, নিয়ামুল কবির পলাশ, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু ছালেক, ধনপুর ইউনিয়নের সভাপতি ভজন কান্তি দাস, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শিহাব উদ্দিন টিপু, ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিয়াকত আলী, যুবদল নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা সায়েব আলী, নুর আহাম্মদ, মিজানুর রহমান মেজান, ইউনিয়ন যুবদলের সভাপতি নরেশ চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খায়রুল আমীন, সদস্য সচিব নয়ন দাস প্রমুখ।