নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা কেন্দুয়া উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে জুলহাস মিয়ার সেচ জোর পূর্বক ভাবে বন্ধ করে একই গ্রামের মাজিদুর রহমান তৌহিন অবৈধ ভাবে আওয়ামী দলীয় প্রভাব কাটিয়ে সেচ চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৩০ জানুয়ারি ২০২৩ সালে অগভীর সেচ স্থাপনের লাইসেন্স পায় জুলহাস মিয়া। তাঁর লাইসেন্স নং-২০৬/২৩ কিন্তু লাইসেন্স পাওযার পর তৌহিনের ছোট ভাই সাজিদুলকে দিয়ে উদ্দেশ্য মূলক ভাবে নেত্রকোনা সহকারী আদালতে দলীয় প্রভাব কাটিয়ে মিথ্যা মামলা করে বুরিং ও বিদ্যুৎ সংযোগে বাঁধা প্রদান করে। মাজিদুর রহমান তৌহিন মদন উপজেলার পদমশ্রী আফতাব উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক।
জুলহাস মিয়া বলেন, আমি নয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলাম, যে কারনে আমাকে বার বার দলীয় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণ নাশের হুমকি দিয়ে তৌহিন মাস্টারের ছোট ভাইকে দিয়ে আদালতে মামলা করে আমার নামে ছাড়পত্র দেয়ার পরও আমি সেচ চালাতে পারি নাই। এ জুলুমের ন্যায় বিচার পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি বর্তমান সরকারের নিকট জোর দাবী করছি।
অভিযুক্তের ভাই সাজেদুল জানান, আমার ভাই আগে আওয়ামী করত, বর্মতানে সে মদন উপজেলা একটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। আমারা নিয়ম মেনেই সেচ স্থাপন করেছি। এখানে কোনো দলীয় প্রভাবের কিছু নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, কৃষকের প্রতি কেউ যদি অন্যায় বা জুলুম করে থাকে, তবে উপজেলা প্রশাসন ঐ কৃষকের পক্ষে থাকব। অর্থাৎ আমরা ন্যায়ের পক্ষে থাকব।