মানিকগঞ্জের সাটুরিয়ায় গরু চুরি হওয়া গাড়ি থামাতে গিয়ে সবুর উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার পরে উপজেলার তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ আকাশী গ্রামে মৃত পন্ডিত আলীর ছেলে।
জানা যায়, নিহতের মেয়ে নার্গিস আক্তারের শশুর বাড়ি পার্শ্ববর্তী থানা দৌলতপুরের ঘড়িয়ালা গ্রামে। ওই রাতে তাদের নিজ বাড়ি থেকে দুইটি গরু চুরি করে গাড়িতে উঠিয়ে তিল্লির দিকে নিয়ে যায় চোরচক্র। বিষয়টি মোবাইলে তার বাবা সবুর উদ্দিনকে জানালে তার ভাই শওকতকে সঙ্গে নিয়ে চোরচক্রের গাড়ি থামাতে বাঁশ ফেলে বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেন। কিন্তু গাড়ি না থামালে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সবুর। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।’