নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পর রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টায় নেত্রকোনার নিজ গ্রাম বাড়িভাদেরায় ফিরলেন লুৎফুজ্জামান বাবর। এ সময় শত শত নেতা-কর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ ফুল দিয়ে বরণ করেন এই নেতাকে। তখন এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।
গত ১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার জনপ্রিয় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তারপর ওমরাহ্ করতে যান সৌদিতে। ওমরাহ্ শেষ করে চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুরে। চিকিৎসা শেষে গত শুক্রবার দেশে ফেরেন। রোববার বিকাল ৩টায় নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে গণ সংবর্ধনা শেষ করেই পৈতৃক ভিটা মদনে আসেন। সোমবার খালিয়াজুরী ও মঙ্গলবার মোহনগঞ্জে গণ সংবর্ধনায় অংশ গ্রহণের কথা রয়েছে এই নেতার।
হাওর বেষ্টিত নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন থেকে তিনি পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। বিএনপি’র নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তাঁর দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত।