সমন্বিতভাবে আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতিতে ভুমিকা রাখতে পারে বাংলাদেশ এবং ভারত। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন ভারতের বাণিজ্য সচিব রাজিব খের। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যা ৬টায় বৈঠক শুরু হয়ে প্রায় দুই ঘন্টার বেশি চলে। বৈঠক শেষে ভারতের বাণিজ্য ও শিল্প সচিব রাজিব খের বলেন, বৈঠকে খুবই ফলপ্রসু হয়েছে। বৈঠকে দুইটি উদ্দেশ্য ছিল। কিভাবে বাংলাদেশ এবং ভারত শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলো চিহ্নিত হবে তা কিভাবে সমাধান করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লুাহ আল মামুন বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন বিষয়ের সমাধান খোঁজা হয়েছে। এদিকে বৈঠকের পর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার বলেন, বৈঠকে ভারতের ল্যাবরেটরিতে যে বাংলাদেশের ২৫টি পণ্যের উপর এক্রিডিটেশন দেয়া হয়েছে তা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে।
সংবাদ শিরোনাম
আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে ভুমিকা রাখতে পারে বাংলাদেশ-ভারত
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫
- ৩৩৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ