মরণব্যাধি ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করবে ‘আঙুর’

হাওর বার্তা ডেস্কঃ আঙুর ফল অপছন্দের তালিকায় থাকে অনেকের। কেউ কেউ আবার ভাবেন অতিরিক্ত আঙুর খেলে নাকি নেশা হয়। তবে গবেষকরা কিন্তু বলছেন ভিন্ন কথা। আঙুরের খোসা, বিচি ইত্যাদি আপনাকে রক্ষা করতে পারে ফুসফুস ক্যান্সারের হাত থেকে।

ফুসফুস ক্যান্সারের বিষয়টি নিয়ে নিশ্চিত হতে দুই দল ইঁদুরের ওপর একটি পরীক্ষা চালানো হয়। এতে দেখা যায় আঙুর খাওয়ার ফলে প্রতিটি ইঁদুরের মধ্যে টিউমারের প্রবণতা ৪৫ শতাংশ কমেছে। এই পরীক্ষার বাইরে থাকা ইঁদুরের কোনো উন্নতি হয়নি।

ইঁদুরগুলোকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়। ২৬ সপ্তাহ ধরে চালানো এই পরীক্ষায় এ তথ্যটি উঠে আসে যে আঙুরের বিচি ও খোসা ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করতে পারেন। একই পদ্ধতি মানবদেহের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন গবেষকরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর