নৌকায় ভোট চাইলেন চিত্রনায়ক শাকিল খান

হাওর বার্তা ডেস্কঃ বাংলার রূপালী পর্দার নায়ক শাকিল খান আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন। শনিবার (২৯ সেপ্টম্বর) মোংলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে শাকিল খান এ আহবান জানান।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় জনতা ছাড়াও আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাকিল খান সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘ফিল্মে আমি আপনাদের ভালোবাসার মানুষ ছিলাম। কিন্তু রাজনৈতিকভাবে আমি কতটুকু আপনাদের ভালবাসার মানুষ হতে পেরেছি তা জানি না। সেই স্থান করে দিবেন এই আশা নিয়েই আপনাদের কাছে এসেছি।’

শালিক খান আরো বলেন, ‘সামনে একটি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এটাই আপনাদের কাছে আমার আশা।’

নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দাবি করে শাকিল খান আরো বলেন, ‘অনেকে নেতা হতে আসে, আমি নেতা হতে আসি নি। আমি আপনাদের ভাই। আমি ছোটবেলা থেকে একটিই দল করে এসেছি- তা হল আওয়ামী লীগ। এর বাইরে অন্য কোনো দল করি নাই’।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই আপনারা কাজ করবেন। কারণ উন্নয়নের জন্য সারাজীবন নৌকার দরকার।’

তিনি তার মনোনায়ন নিয়ে বলেন ‘আমি তার (শেখ হাসিনা) কাছে মনোনায়ন চাইবো। তিনি যাকে চাইবেন তাকেই দিবেন। তবে আমি আশাবাদী। উনি আমাকে কথা দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি কাজ করে যাও; আমি তার কথায় কাজ করে যাচ্ছি। এখন যদি অন্য কাউকে তিনি মনোনায়ন দেন তাহলে আমি তার পক্ষে কাজ করবো। কারণ তিনিওতো নৌকার মানুষ।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের জিএস নির্বাচিত হয়েছিলে নায়ক শাকিল খান।

‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে আসেন তিনি। তার আসল নাম শাকিব আহসান।

চলতি বছরের মে মাসে বাগেরহাট-৩ আসনের তৎকালীন এমপি তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় ওই আসনটি শূন্য হয়।

শাকিল খান উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

তখন শাকিল খান গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাকে আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি নিতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি সেই দিকেই নিজেকে নিয়োজিত রাখবো।’

এই লক্ষ্যে বর্তমানে তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

শাকিল খান এমপি নির্বাচিত হলে তিনি রামপাল-মোংলার প্রতিটি ঘর থেকে একজন করে বেকারকে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবুঝ বউ’ সিনেমাতে শেষবার তাকে বড় পর্দায় দেখা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর