ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার উদ্দেশ্যে করে বলেন শর্ত দিয়ে কাজ হবে না : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেছেন,‘শর্ত দিয়ে কাজ হবে না, সংবিধান অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর নির্বাচন হবে, নির্বাচনে না আসলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।’

গতকাল রোববার বিকালে সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এর ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন, দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ভারত সরকারের অর্থায়নে নির্মিত চেচান কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বললেন,‘ফর্মুলা দিয়ে কাজ হবে না, নির্বাচন হবে, রেফারী থাকবে নির্বাচন কমিশন, খেলা হবে, খেলায় যে জিতবে তাঁদের মেনে নিতে হবে।’ খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন,‘আপনি বললেন, পুলিশ, প্রশাসন সবই আপনার সঙ্গে আছে। আপনার কেবল প্রধানমন্ত্রী হওয়ার বাকী, তাহলে নির্বাচনে ভয় পান কেন, তত্বাবধায়ক সরকার দাবি করেন কেন, অবিচার হলে আদালতে যাবেন।’

DSC_0289

তিনি বলেন,‘খালেদা জিয়া ন্যায় বিচার চান, বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দেবার সময় ন্যায় বিচার কোথায় ছিল, খুনীদের বাঁচাতে ইনডেমনিটি আইন হয়েছিল,   খুনীদের রাষ্ট্রদূত করা হয়েছিল, আপনার সময় আমার বাবাসহ ৪ নেতার জেলে হত্যারও বিচার হয় নি। সিলেটের কৃতিসন্তান এসএম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, ২১ আগস্ট ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা এবং সুনামগঞ্জের সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে, এগুলোরও বিচার হয় নি।’

মন্ত্রী বলেন,‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই ব্রীজ-কালভার্ট হয়, শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন, দেশের গ্রামে-গঞ্জে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন, গ্রামে গ্রামে হেলথ কমিউনিটি ক্লিনিক করেছেন। বিএনপি-জামায়াত হেলথ কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, ২০০৯ সালে শেখ হাসিনা আবার চালু করেছেন।’ তিনি বলেন,‘ বিএনপি নেত্রী খালেদা জিয়া হাওরের মানুষের দুর্গতির সময় একদিনের জন্যও হাওরের মানুষের পাশে আসেন নি।’ তিনি ছাতকে সড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণের ঘোষণা দেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস’এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুল রহমান মিসবাহ্ এমপি, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজ উদ্দিন, ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন প্রমুখ।

DSC_0398
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন,‘১৯৭১ সালে বাঙালি জাতির দুর্দিনে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনারা একসঙ্গে যুদ্ধ করেছিল, এই মৈত্রী শেখ হাসিনা ও শ্রী নরেন্দ্র মোদীর সময়কালে আরো শক্তিশালী হয়েছে। সুসময়ে-দু:সময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার, যা প্রত্যেকটি দেশের নাগরিকদের সরকার দেবার চেষ্টা করে। বাংলাদেশের সরকারও একই লক্ষে কমিউনিটি ক্লিনিক করেছে, যেসব এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই, সেসব স্থানে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় শরিক হতে পেরে ভারত সরকার আনন্দিত।’

এর আগে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এর ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন, দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ভারত সরকারের অর্থায়নে নির্মিত চেচান কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

খালেদা জিয়ার উদ্দেশ্যে করে বলেন শর্ত দিয়ে কাজ হবে না : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেছেন,‘শর্ত দিয়ে কাজ হবে না, সংবিধান অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর নির্বাচন হবে, নির্বাচনে না আসলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।’

গতকাল রোববার বিকালে সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এর ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন, দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ভারত সরকারের অর্থায়নে নির্মিত চেচান কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বললেন,‘ফর্মুলা দিয়ে কাজ হবে না, নির্বাচন হবে, রেফারী থাকবে নির্বাচন কমিশন, খেলা হবে, খেলায় যে জিতবে তাঁদের মেনে নিতে হবে।’ খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন,‘আপনি বললেন, পুলিশ, প্রশাসন সবই আপনার সঙ্গে আছে। আপনার কেবল প্রধানমন্ত্রী হওয়ার বাকী, তাহলে নির্বাচনে ভয় পান কেন, তত্বাবধায়ক সরকার দাবি করেন কেন, অবিচার হলে আদালতে যাবেন।’

DSC_0289

তিনি বলেন,‘খালেদা জিয়া ন্যায় বিচার চান, বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দেবার সময় ন্যায় বিচার কোথায় ছিল, খুনীদের বাঁচাতে ইনডেমনিটি আইন হয়েছিল,   খুনীদের রাষ্ট্রদূত করা হয়েছিল, আপনার সময় আমার বাবাসহ ৪ নেতার জেলে হত্যারও বিচার হয় নি। সিলেটের কৃতিসন্তান এসএম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, ২১ আগস্ট ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা এবং সুনামগঞ্জের সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে, এগুলোরও বিচার হয় নি।’

মন্ত্রী বলেন,‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই ব্রীজ-কালভার্ট হয়, শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন, দেশের গ্রামে-গঞ্জে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন, গ্রামে গ্রামে হেলথ কমিউনিটি ক্লিনিক করেছেন। বিএনপি-জামায়াত হেলথ কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল, ২০০৯ সালে শেখ হাসিনা আবার চালু করেছেন।’ তিনি বলেন,‘ বিএনপি নেত্রী খালেদা জিয়া হাওরের মানুষের দুর্গতির সময় একদিনের জন্যও হাওরের মানুষের পাশে আসেন নি।’ তিনি ছাতকে সড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণের ঘোষণা দেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস’এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুল রহমান মিসবাহ্ এমপি, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাজ উদ্দিন, ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন প্রমুখ।

DSC_0398
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন,‘১৯৭১ সালে বাঙালি জাতির দুর্দিনে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনারা একসঙ্গে যুদ্ধ করেছিল, এই মৈত্রী শেখ হাসিনা ও শ্রী নরেন্দ্র মোদীর সময়কালে আরো শক্তিশালী হয়েছে। সুসময়ে-দু:সময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার, যা প্রত্যেকটি দেশের নাগরিকদের সরকার দেবার চেষ্টা করে। বাংলাদেশের সরকারও একই লক্ষে কমিউনিটি ক্লিনিক করেছে, যেসব এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই, সেসব স্থানে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় শরিক হতে পেরে ভারত সরকার আনন্দিত।’

এর আগে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এর ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন, দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ভারত সরকারের অর্থায়নে নির্মিত চেচান কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার।