আগামীকাল অনুষ্ঠানিকভাবে শাস্তি শেষ হওয়ার স্বস্তি পাচ্ছেন পাকিস্তানের নিষিদ্ধ তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। ২ সেপ্টেম্বর থেকে তাদের ওপর থেকে উঠে যাচ্ছে আইসিসির দেওয়া ৫ বছরের নিষেধাজ্ঞা। শেষ হচ্ছে তাদের শাস্তি। আবার ক্রিকেট খেলার সুযোগ আসছে তাদের সামনে। যদিও আমিরকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ছয় মাস আগেই মুক্তি দিয়েছে।
২০১০ সালে ইংল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্টে স্পট ফিক্সিংয়ের অপরাধে জড়ান তারা। তিনজনই শাস্তি পান। তাদের জন্য এখনো সহানুভূতি দেখানো মানুষের সংখ্যা কম পাকিস্তানে।আমিরকে নিয়ে সমস্যা নেই। সমস্যা আসিফ ও বাটকে নিয়ে।
এদিকে, চাইলেই পাকিস্তানের শীর্ষ ক্রিকেটে ফিরতে পারছেন না আসিফ ও বাট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, কলঙ্কিত এই দুজনকে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে খেলে নিজেদের ফর্ম ও ফিটনেস প্রমাণ করতে হবে। এ ছাড়া শিক্ষামূলক নানা কার্যক্রমে তাদের অংশ নিতে হবে।
ক্রিকেট দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়ে তাদের বিভিন্ন আয়োজনে বক্তব্য রাখতে হবে। সব হিসেব করে দেখা যাচ্ছে, ২০১৬ সালের আগে পাকিস্তানের শীর্ষ ক্রিকেটে ফেরা হচ্ছে না এই দুজনার।