বিচার বিভাগ স্বাধীন বলেই ষোড়শ সংশোধনী বাতিলের রায়

হাওর বার্তা ডেস্কঃ  আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিতে পেরেছে।

সরকার বিচার বিভাগকে কখনো নিয়ন্ত্রণ করেনি দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থাশীল।

সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে আয়োজিত দুস্থ ও প্রতিবন্ধী নারীদের ভাতা প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পর জাতীয় সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে কে কোন মন্তব্য করলো তাতে কিছু যায় আসে না।

উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া শিল্পকালা একাডেমির সভাপতি আমিরুল ইসলামসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

প্রায় ৮০০ দুস্থ, বিধবা, অন্ধ ও প্রতিবন্ধীর মাঝে এ ভাতা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর