সংশোধনীর রায়ের সঙ্গে সরকার পদত্যাগের সম্পর্ক নেই: ইনু

হাওর বার্তা ডেস্কঃ  সংবিধানের কোনো আইন বা সংশোধনী আদালত যদি বাতিল করেন, সেটির সঙ্গে সরকারের পদত্যাগ করার কোনো ধরনের সম্পর্ক নেই। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে সভা নিয়ে কথা বলেন হাসানুল হক ইনু।  এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান নিয়ে যদি কোনো মতবিরোধ থাকে, সেটা আদালতের মধ্য দিয়েই নিষ্পত্তি হচ্ছে। বলা যায়, এতে করে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। সেখানে সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না।’ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটা কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজ দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই জাসদ সভাপতি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর