রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামে চার দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড হয়ে আজ বিকেলে হ্যানয় পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে তিনি এই সফরে যান।
ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী রাশেদা খানম এবং সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় নই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ ও ভিয়েতনামের জাতীয় পতাকায় বিমানবন্দর সুসজ্জিত করা হয়।
ভিয়েতনামের প্রেসিডেন্টের অফিসের চেয়ারম্যান দাও ভিয়েত ট্রুং, ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাব উল্লাহ এবং বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং তুস বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
দুই শিশু বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। পরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন।
পরে ভিয়েতনাম সশস্ত্র বাহিনীর একটি কন্টিনজেন্টের গার্ড অব অনার পরিদর্শন করেন।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরে একটি মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতিকে হ্যানয়ের হোটেল শেরাটনে নিয়ে যাওয়া হয়। সফরকালে রাষ্ট্রপতি সেখানেই অবস্থান করবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং ট্রুং তান সাংয়ের দেয়া নৈশভোজে অংশ নেবেন।
একই দিনে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দং রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাষ্ট্রপতি ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলি হাউস পরিদর্শন করবেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলি হাউসের চেয়ারম্যান নগুয়েন সিন হাংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
সফরকালে দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো-চি-মিন সিটি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের সঙ্গেও আবদুল হামিদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
হো চি মিন সিটিতে বসবাসরত বাংলাদেশীরাও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাষ্ট্রপতি ১৩ আগস্ট দেশের উদ্দেশ্যে হো চি মিন সিটি ত্যাগ করবেন। – বাসস।
সংবাদ শিরোনাম
ভিয়েতনামে রাষ্ট্রপতি আবদুল হামিদকে লাল গালিচা সংবর্ধনা
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
- ৩৯৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ