নতুন মিশনে নামছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি মুরাদ পারভেজের পরিচালনায় ‘দৌড়’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ছবির শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে বলে জানান সাবা। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন এ ছবিটি নিয়ে অনেকদিন ধরেই বেশ জল্পনা-কল্পনা চলছিল। তবে এবার খুব শিগগিরই কাজ শুরু করতে যাচ্ছি। বিশেষ করে এ ছবিটির জন্য আমি খুবই এক্সাইটেড। কারণ, ভাল বাজেটের পাশাপাশি নতুন সব চমক থাকছে এ ছবিতে। তাই অনেক বেশি প্রত্যাশী আমি। আশা করছি দর্শকের জন্য ভাল কিছু নিয়ে আবারও বড় পর্দায় আসতে পারবো। চলতি বছরের মার্চ মাসেই ‘দৌড়’ ছবির কাজ শুরুর কথা ছিল। কিন্তু মাঝে কলকাতার ‘ষড়ঋপু’ ছবির শুটিং করতে গিয়ে শিডিউল জটিলতায় পড়ি। অবশ্য এ মুহূর্তে আর কোন ঝামেলা নেই বলেই জানান সাবা। টিভি নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সাবা এ পর্যন্ত পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। এগুলো হচ্ছে ‘আয়না’, ‘চন্দ্রগ্রহণ’, ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’ ও ‘বৃহন্নলা’। এ মুহূর্তে ঈদের নাটকের কাজ নিয়েই ব্যস্ত আছেন সাবা। গত ৭ই আগস্ট অঞ্জন আইচের পরিচালনায় ‘চতুরঙ’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এছাড়াও চলতি মাসে আরও কয়েকটি নাটকের কাজ হাতে রয়েছে বলে জানিয়েছেন সাবা। খণ্ড নাটকের পাশাপাশি বর্তমানে একটি মাত্র ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী। এটিএন বাংলায় প্রচার চলতি ‘ডলস হাউস ২ : সাতটি তারার তিমির’ নাটকের কাজ করছেন সাবা। এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, আমি ধারাবাহিকে এখন কাজ করছি না বললেই চলে। কারণ, চলচ্চিত্রের কাজ যেহেতু করতে হয় তাই শিডিউল ঝামেলায় পড়ার সম্ভাবনা থেকেই যাবে। আর আফসানা মিমি আপুর নাটকটির গল্প অসাধারণ। পাশাপাশি তার নির্মাণশৈলীও আমার কাছে বেশ ভাল লাগে। তাই এ নাটকে কাজ করতে বলা হলে আর না করিনি। ছোট পর্দায় মডেলিং ও অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন অনেক আগেই। সেখানেই ধীরে ধীরে অভিনয়টাকে রপ্ত করেছেন সাবা। শুধু তাই নয়, দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণও করেছেন। সেই ধারাবাহিকতায় নাম লেখান চলচ্চিত্রেও। টিভি পর্দার অভিনেত্রী হিসেবে বড় পর্দায় এসে অভিনয় করা কিছুটা কষ্টসাধ্যেরই বটে। কিন্তু আত্মবিশ্বাস আর দক্ষ অভিনয়শৈলীর কল্যাণে সাবাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। নিজেকে খুব স্বল্প সময়েই মানিয়ে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাবা বলেন, অনেকটা সময় মিডিয়ার সঙ্গে আছি। এর মাঝে নিজেকে একটু একটু করে প্রস্তুত করেছি। অভিনয় করেছি, তার পাশাপাশি শিখেছিও। এখনও শিখে যাচ্ছি। বিশেষ করে আমার পথচলায় সিনিয়র শিল্পী-নির্মাতারা অনেক বেশি অবদান রেখেছেন।
সংবাদ শিরোনাম
দৌড়ের অপেক্ষায় সাবা
- Reporter Name
- আপডেট টাইম : ০১:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
- ৪১২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ