গতবার ঈদে শবনম বুবলী অভিনীত ‘বসগিরি’ ও ‘শুটার’ নামে দুটি ছবি দর্শকরা দেখতে পেলেও আসছে রোজার ঈদে তার কোনো ছবি থাকছে না। তবে এই সংবাদে হতাশ হওয়ার কিছু নেই। বর্তমানে এই অভিনেত্রী শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ‘অহংকার’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটি এবারের বৈশাখে মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মানবজমিনকে বলেন, ‘অহংকার’ ছবিতে দর্শক ভিন্ন এক বুবলীকে দেখতে পাবেন। আর মাত্র একদিন শুটিং হলেই ‘অহংকার’ শেষ হয়ে যাবে। দু’তিন দিনের মধ্যে ডাবিংও শেষ হবে। এর আগে আমাকে দর্শক ‘বসগিরি’ এবং ‘শুটার’ চলচ্চিত্রে যেমন দেখেছেন তার ঠিক উল্টো দেখবেন ‘অহংকার’-এ। বেশ নতুনত্ব এবং ভিন্নতা আছে এই চলচ্চিত্রে আমার অভিনীত মায়া চরিত্রটিতে। আমি নিজেই অভিনয় করে তৃপ্ত। কৃতজ্ঞ চলচ্চিত্রটির পরিচালক লিটন ভাইসহ পুরো ইউনিটের কাছে। একটি গোছানো ইউনিটের সঙ্গে কাজ করেছি। তাই বেশ আরামের মধ্যদিয়েই ভালোভাবে কাজ শেষ করতে পারছি। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। বুবলী আরো জানান, ‘অহংকার’ চলচ্চিত্রে তারই বড়বোন নাজনীন মিমির গাওয়া দুটি গান থাকছে। দুটি গানেই লিপসিং করেছেন তিনি। এই বিষয়টিও তার জন্য অনেক আনন্দের। এবারের রোজার ঈদে বুবলী অভিনীত কোনো ছবি না থাকলেও কোরবানি ঈদে শাকিবের বিপরীতে তাকে দর্শক ‘বসগিরি টু’ ছবিতে দেখতে পাবেন। তবে সবকিছু নির্ভর করছে শাকিব খানের শিডিউলের উপর। শাকিব খান ও অপু বিশ্বাস কালাম কায়সারের ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর কাউকে কিছু না বলেই অপু আড়ালে চলে যান। পরে পরিচালক অপুর জায়গায় বুবলীকে চুক্তিবদ্ধ করান। তবে এ ছবিটিও আশার মুখ দেখছে না। নতুন করে শিডিউল নেয়ার পরও আজ পর্যন্ত শুরু হয়নি এ ছবির কাজ। তাই আপাতত বুবলীকে ‘অহংকার’ ছবির ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। এ ছবির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বুবলীর বিষয়ে বলেন, তিনি মেধাবী একজন অভিনেত্রী। এ ছবিতে ভিন্ন দুটি রূপে দর্শক তাকে দেখতে পাবেন। আর প্রতিটি দৃশ্যে বেশ সাবলীলভাবে তিনি অভিনয় করেছেন। আমার বিশ্বাস, বৈশাখে প্রেক্ষাগৃহে এ ছবিটি দর্শক বেশ উপভোগ করবেন। ‘অহংকার’ ছবিতে শাকিব খান ও বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন তমা মির্জা। এদিকে সাম্প্রতিক সময়ে কোনো নায়িকার গান এককোটি ভিউয়ার্স ইউটিউবে দেখেছেন, এমন ঘটেনি। নতুন নায়িকা হিসেবে নিজের অভিনীত প্রথম চলচ্চিত্রের একটি গান এক কোটি ভিউয়ার্স দেখা, সত্যিই নায়িকার জন্য সৌভাগ্যের বিষয়। বুবলী অভিনীত শামীম আহমেদ রনী পরিচালিত ‘বসগিরি’ চলচ্চিত্রের ‘দিল দিল’ গানটি এরইমধ্যে এককোটি ভিউয়ার্স
দেখেছেন। এতে পারফর্ম করেছেন শাকিব খান ও বুবলী। বিষয়টি নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত ও গর্বিত বুবলী। অনেকেই তাকে কোটি পেরুনো নায়িকা বলেও আখ্যায়িত করছেন। মনে মনে বিষয়টি নিয়ে বেশ পুলকিত বুবলী।
সংবাদ শিরোনাম
ঈদে নয় বৈশাখে বুবলী
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
- ২৩৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ