ইসলামে মিয়াদ-কিয়ামের কোনো স্থান নেই, এগুলো ভন্ডদের কাজ: আল্লামা আহমদ শফী

হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ইসলামের নবী সা. এর নামে যারা ঘটা করে উরশ পালন করে তারা ইসলামবর্হিভূর্ত কাজ করে যাচ্ছে। অন্যদিকে ইসলামে মিয়াদ-কিয়ামের কোনো স্থানই নেই।

তিনি শ্রোতাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন, ইসলামে উরশ বলতে কিছু নেই। ভন্ডরা

এটা করে ইসলামের নবীর জন্য। অথচ ইসলাম এমন কাজ কখনো সমর্থন করে না। অনেকেই এসব কাজের মধ্যে দিয়ে চরম গুনাহ করতেছে।

তিনি বলেন, নবীর জন্য কিছু করার ইসলামি বিধান হলো- তাঁর জন্য বেশি বেশি দুরুদ শরীফ পড়া। এছাড়াও অনেকে মিলাদ-কিয়াম করে, ইসলামে মিয়াদ-কিয়ামেরও কোনো স্থান নেই এগুলোও ভন্ডদের কাজ।

গত শনিবার ময়মনসিংহের পলিটেকনিক মাঠে এক ওয়াজ মাহফিলের শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সেদিন বিকেল সাড়ে তিনটায় হেফাজতের আমির আল্লামা আহমদ শফী হেলিকপ্টারযুগে ময়মনসিংহ পলিটেকনিক মাঠে অবতরণ করেন। পরে সময়ের প্রেক্ষাপটে সেখানে আলোলড় সৃষ্টিকরা বক্তব্য রাখেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর