ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছেঁড়া ঝুলি থেকে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৩৪০ বার

মুক্তিযুদ্ধের পর আমাদের অর্থও ছিল না দক্ষতাও ছিল না। এখন আমাদের অর্থও আছে দক্ষতাও আছে। বর্তমানে দেশের যুব সমাজ যে দক্ষতা ও অভিজ্ঞতা দেখিয়েছে এতে আমি অবিভূত ও বিস্ময় হই। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সরকার এবং বিভিন্ন এজেন্সি যে কর্মউদ্যোগ নিয়েছে তাতে দেশ এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশকে কেউ আর পেছনে ফেলতে পারবে না।’ শনিবার বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে দেশের অভূতপূর্ব উন্নয়নের কথা বলতে চেয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এগারো মিনিটের বক্তৃতায় আরো বলেন, চীনের প্রেসিডেন্ট আমাকে ব্যক্তিগতভাবে অনেকদিন থেকে চেনেন। বাংলাদেশে এসে তিনি দেশের উন্নয়ন কর্মকান্ড দেখে বিস্ময় প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি আমার কাছে জানতেও চেয়েছেন, এতো উন্নয়ন কিভাবে সম্ভব হয়েছে। ‘বটমলেস বাসকেট’ ছেঁড়া ঝুলি থেকে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এ জন্য দেশের যুবসমাজসহ কৃষক শ্রমিক মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রম কাজ করেছে। তিনি আরো বলেন, দক্ষতার দিক থেকে বাংলাদেশ শতভাগ ছাড়িয়ে যাওয়ায় অনেক প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, অনেক প্রকল্পের মধ্যে বিগত ১০ বছরের তুলনায় এখন একটি প্রকল্পের বাজেটই অনেক বেশি।

কিশোরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, জেলা শহরের বুকচিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর ওপর একসময় মাত্র দুটি সেতু ছিল। এখন নদী পুনঃখননসহ তার ওপর আটটি সেতু নির্মাণ করা হয়েছে। এ ধরণের প্রকল্প বাংলাদেশের সর্বত্রই এখন বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি দলীয় নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, কেউ এমনি এমনিতেই দেয়নি। অনেক লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা। একে রক্ষা ও সেইসাথে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ এসে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন নরসুন্দা নদীর ওপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন করাসহ নরসুন্দা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন দিলারা বেগম আসমা এমপি, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী প্রমুখ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছেঁড়া ঝুলি থেকে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে

আপডেট টাইম : ১০:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬

মুক্তিযুদ্ধের পর আমাদের অর্থও ছিল না দক্ষতাও ছিল না। এখন আমাদের অর্থও আছে দক্ষতাও আছে। বর্তমানে দেশের যুব সমাজ যে দক্ষতা ও অভিজ্ঞতা দেখিয়েছে এতে আমি অবিভূত ও বিস্ময় হই। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সরকার এবং বিভিন্ন এজেন্সি যে কর্মউদ্যোগ নিয়েছে তাতে দেশ এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশকে কেউ আর পেছনে ফেলতে পারবে না।’ শনিবার বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে দেশের অভূতপূর্ব উন্নয়নের কথা বলতে চেয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এগারো মিনিটের বক্তৃতায় আরো বলেন, চীনের প্রেসিডেন্ট আমাকে ব্যক্তিগতভাবে অনেকদিন থেকে চেনেন। বাংলাদেশে এসে তিনি দেশের উন্নয়ন কর্মকান্ড দেখে বিস্ময় প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি আমার কাছে জানতেও চেয়েছেন, এতো উন্নয়ন কিভাবে সম্ভব হয়েছে। ‘বটমলেস বাসকেট’ ছেঁড়া ঝুলি থেকে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এ জন্য দেশের যুবসমাজসহ কৃষক শ্রমিক মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রম কাজ করেছে। তিনি আরো বলেন, দক্ষতার দিক থেকে বাংলাদেশ শতভাগ ছাড়িয়ে যাওয়ায় অনেক প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, অনেক প্রকল্পের মধ্যে বিগত ১০ বছরের তুলনায় এখন একটি প্রকল্পের বাজেটই অনেক বেশি।

কিশোরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, জেলা শহরের বুকচিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর ওপর একসময় মাত্র দুটি সেতু ছিল। এখন নদী পুনঃখননসহ তার ওপর আটটি সেতু নির্মাণ করা হয়েছে। এ ধরণের প্রকল্প বাংলাদেশের সর্বত্রই এখন বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি দলীয় নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, কেউ এমনি এমনিতেই দেয়নি। অনেক লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা। একে রক্ষা ও সেইসাথে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ এসে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন নরসুন্দা নদীর ওপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন করাসহ নরসুন্দা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন দিলারা বেগম আসমা এমপি, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী প্রমুখ