জুবায়ের আল মাহমুদ: গত বছর ২১ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হিজাব পরে গ্যালারি মাতিয়েছিলেন মিডিয়ায় ঝড় তোলা নাজনিন আক্তার হ্যাপি। হ্যাপি যদিও নিজেকে নায়িকা হিসেবেই পরিচয় দিতে চায়। তবে তিনি নায়িকা হয়ে পর্দায় যতটানা এসেছেন তার চেয়ে বহুগুণ বেশি এসেছেন প্রেম ও চারিত্রিক বিষয়ে খবর হয়ে। ওই দিন খেলা দেখার পর তিনি তার ফেসবুকের পাতায় বহুবার লিখেছেন তিনি নামাজ, কোরআন তিলাওয়াত, হিজাব এবং বোরকার মধ্যে নিজেকে আবৃত রাখবেন। কিন্তু হ্যাপীর সেই হিজাবী বেশ বছর ঘুরতে না ঘুরতেই পরিবর্তৃন হয়ে গেল। হ্যাপি এখন হিজাব ছেড়ে আবারো
নাচতে শুরু করেছেন।
তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সঙ্গে কথিত প্রেমের সম্পর্কের জেরে যতটানা সমালোচিত হয়েছিলেন, পরে হিজাব এবং নামাজ শুরু করে অনেকেই সে সময় মন্তব্য করেছিলেন-যে হ্যাপিকে আল্লাহ তায়ালা হেদায়েত করেছেন। মহান সৃষ্টিকর্তা সম্ভবত হ্যাপিকে ১ বছর ৫ মাস ২৪ দিনের জন্য হেদায়েত করেছেন।
হ্যাপি আবারো ক্যামারের সামনে এসেছেন। তবে নায়িকা হিসাবে নয়, তিনি এবার আইটেম গানের এক ভাড়া করা নাচনিওয়ালা হিসাবে দর্শৃকদের মন মাতানে হাজির হয়েছেন। শফিক হাসানের ‘ধূমকেতু’ শিরোনামের সিনেমায় একটি আইটেম গানে নেচেছেন হ্যাপি। আজ ৫ ডিসেম্বর এই আইটেম গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ৪ মিনিট ১০ সেকেন্ডের এ গানটিতে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনিও নেচেছেন। ‘মাঝে মাঝে আসি’ শিরোনামের গানটিতে দেখা যায় হ্যাপির সঙ্গে নাচতে নাচতে শাকিব খান এক সময় কল্পনায় পরীকে দেখতে পান।
হ্যাপি ক্যামারের সামনে থাকবেন নাকি পেছনে থাকবেন এটা তার ব্যক্তিগত বিষয়। তবে তিনি ধার্মিকতার বেশ ধরে বাংলাদেশের শতকোটি মানুষের সাথে বিশ্বাসের সাথে প্রতারণা করেছেন। হ্যাপির পরিবর্তৃনে আমিও সেসময় মুগ্ধ হয়েছিলাম। কিন্তু আজ!!! কিছুই বলার নাই, সবই গণতান্ত্রিক অধিকার!!! ছি…
(পাঠকের মতামত সম্পাদকীয় নীতির আওতাভুক্ত নয়)