চলতি বছর মা’কে নিয়ে একটি গানে কণ্ঠ দেন জনপ্রিয় গায়িকা ন্যান্সি। পেশাদার শিল্পী হয়েও তিনি সে গানে নেননি কোনো সম্মানী। মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে বিনা পারিশ্রমিকে গান করেছিলেন। সে সময় তিনি এও জানিয়েছিলেন যে, মা এবং দেশ নিয়ে ভবিষ্যতে যত গান করবেন, তার জন্য কোনো সম্মানী নেবেন না।
কথা রাখলেন ন্যান্সি। এবার বিজয় দিবস উপলক্ষে দুটি দেশাত্মবোধক গান করছেন তিনি । গানগুলোর জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে ‘আমার বাংলাদেশ’ শিরোনামের একটি গান। লুৎফর হাসানের কথা ও সুরে গানটির সঙ্গিতায়োজন করেছেন অমিত কর। গানচিল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ হবে জিপি মিউজিক ও রবি ইয়ন্ডারে।
আরেকটি গানের রেকর্ডিং হবে ২ডিসেম্বর। এটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এটিও প্রকাশিত হবে বিজয় দিবসকে সামনে রেখে।
উল্লেখ্য, গান করতে ন্যান্সি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। তবে এতে একটা শর্ত আছে। বিনা পারিশ্রমিকে করা গান থেকে যে আয় হবে, সেখান থেকে তিনি তার প্রাপ্য অংশ নেবেন। এই অর্থ তিনি জনহিতকর কাজে ব্যয় করবেন বলে জানিয়েছেন।