এর আগে বলিউডপাড়ার বেশকিছু অভিনেত্রী সাইবার হ্যাকিংয়ের শিকার হয়েছিল। এবার সাইবার হ্যাকিংয়ের শিকার হলেন নায়িকা হানসিকা মাতওয়ানি।
তার ল্যাপটপ থেকে
যাবতীয় তথ্য হ্যাক করে নিল হ্যাকাররা। তাই হানসিকা তড়িঘড়ি করে পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তার ল্যাপটপ বাজেয়াপ্ত করে এবং সমস্ত ডাটা পুনরুদ্ধার করার চেষ্টা করছে। সূত্রের খবর, ল্যাপটপে নাকি তার অনেক ব্যক্তিগত ছবি ছিল। তার রেজরেই কি তড়িঘড়ি থানায় গেলেন হানসিকা?