ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের সশস্ত্র সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৮ বার

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের সশস্ত্র দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

জানা গেছে, নিহত মোহাম্মদ রফিক (৩৩) উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোছাইন বলেন, ‘রাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও সদস্যরা আকস্মিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের সংঘর্ষের মাঝামাঝি পড়ে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে ঘটনা শোনার পর এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরিফ হোছাইন জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ক্যাম্পের হাসপাতাল থেকে এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। তার বুকের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তবে, প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ঘটেছে বলে তথ্য পেলেও প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি এখনো।

ওসি আরিফ আরও জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের সশস্ত্র সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের সশস্ত্র দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

জানা গেছে, নিহত মোহাম্মদ রফিক (৩৩) উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোছাইন বলেন, ‘রাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও সদস্যরা আকস্মিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের সংঘর্ষের মাঝামাঝি পড়ে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে ঘটনা শোনার পর এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরিফ হোছাইন জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ক্যাম্পের হাসপাতাল থেকে এক রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। তার বুকের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তবে, প্রাথমিকভাবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ঘটেছে বলে তথ্য পেলেও প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি এখনো।

ওসি আরিফ আরও জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।