ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ছিনিয়ে নেওয়া হলো আসামি, সিআইডি সদস্যদের উদ্ধার পুলিশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫ বার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্রেপ্তারের পর গাড়িতে তোলার সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের হাত থেকে সুমন (২৫) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয়রা।এ সময় সিআইডি সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে থানা পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার বনগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার একটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আসামি সুমনকে হরিপুর উপজেলার বনগাঁও বাজার থেকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও জেলা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল। এ সময় গ্রেপ্তারকৃত ওই আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন সিআইডি পুলিশের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

জাকারিয়া মন্ডল বলেন, অভিযানে অংশ নেওয়া ঠাকুরগাঁও জেলা সিআইডি পুলিশের দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানার সহায়তা চায়। পরে রাত সাড়ে ৮টার দিকে হরিপুর থানার ১১ সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৪৫ মিনিটে সিআইডির ওই অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জনের একটি দল সিআইডি পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। ওই সময় উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে ঘটনার পর ঠাকুরগাঁও জেলা সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। সেই সঙ্গে আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ছিনিয়ে নেওয়া হলো আসামি, সিআইডি সদস্যদের উদ্ধার পুলিশের

আপডেট টাইম : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্রেপ্তারের পর গাড়িতে তোলার সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের হাত থেকে সুমন (২৫) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয়রা।এ সময় সিআইডি সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে থানা পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার বনগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার একটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আসামি সুমনকে হরিপুর উপজেলার বনগাঁও বাজার থেকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও জেলা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল। এ সময় গ্রেপ্তারকৃত ওই আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন সিআইডি পুলিশের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

জাকারিয়া মন্ডল বলেন, অভিযানে অংশ নেওয়া ঠাকুরগাঁও জেলা সিআইডি পুলিশের দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানার সহায়তা চায়। পরে রাত সাড়ে ৮টার দিকে হরিপুর থানার ১১ সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৪৫ মিনিটে সিআইডির ওই অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে প্রায় ১৫০-২০০ জনের একটি দল সিআইডি পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। ওই সময় উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে ঘটনার পর ঠাকুরগাঁও জেলা সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। সেই সঙ্গে আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।