ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পেলেও জেলেই রাত কাটাতে হলো আল্লু অর্জুনকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৩১ বার
‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে। এরপর প্রথমে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও পরে, সন্ধার দিকে জামিন পান তিনি। কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে।

রাতভর সেখানেই কাটাতে হয় অভিনেতাকে।শুক্রবার রাতটা জেলে কাটিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) ছাড়া পান আল্লু অর্জুন। হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা। জানালেন, তিনি আইন মেনে চলা নাগরিক।

অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদও জানান ‘পুষ্পা’ অভিনেতা। আল্লু বলেন, ‘আমি আমার ফ্যানদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একদম ঠিক আছি। আপনাদের চিন্তার কোনও কারণ নেই।
এ দিন হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লুর বাড়ির সামনেই দেখা গিয়েছে অনুরাগীদের ভিড়। প্রিয় অভিনেতার জামিন হওয়ায় স্বস্তি পেয়েছেন সকলেই। তাকে দেখতে সকালেই বাড়ির সামনে হাজির হয়েছিলেন অনুরাগীরা।

এ ঘটনায় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘আমি আইন মেনে চলা নাগরিক। প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব।

যা যা করার প্রয়োজন সবই করব। দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণত নিজের সিনেমার প্রিমিয়ারে আমি পৌঁছে যাই। গত ২০ বছর ধরে এমনটাই করেছি। সে দিনও পৌঁছে গিয়েছিলাম প্রিমিয়ারে। তবে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। যা হয়েছে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আবারও মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা রয়েছে। আমার ও আমার পরিবারের কাছে এই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং।’গত ৫ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ দ্য রুল’ মুক্তি পেয়েছে। ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই সিনেমার প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে। সেই উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তাকে দেখতে তার অসংখ্য অনুরাগী সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কালঘাম ছুটে যায় হায়দরাবাদ পুলিশের। ভিড়ের চাপে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয় সন্ধ্যা থিয়েটারে। দমবন্ধ হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। গুরুতর জখম হন সেই নারীর আট বছরের ছেলে।

এই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আর্জি জানান আল্লু। শুক্রবারই অন্তর্বর্তী জামিন পান তিনি। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলেই রাত কাটাতে হয় অভিনেতাকে। শনিবার সকালে জেল থেকে তিনি জুবিলি হিলসের বাড়িতে ফিরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জামিন পেলেও জেলেই রাত কাটাতে হলো আল্লু অর্জুনকে

আপডেট টাইম : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয় ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে। এরপর প্রথমে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও পরে, সন্ধার দিকে জামিন পান তিনি। কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে।

রাতভর সেখানেই কাটাতে হয় অভিনেতাকে।শুক্রবার রাতটা জেলে কাটিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) ছাড়া পান আল্লু অর্জুন। হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা। জানালেন, তিনি আইন মেনে চলা নাগরিক।

অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদও জানান ‘পুষ্পা’ অভিনেতা। আল্লু বলেন, ‘আমি আমার ফ্যানদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একদম ঠিক আছি। আপনাদের চিন্তার কোনও কারণ নেই।
এ দিন হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লুর বাড়ির সামনেই দেখা গিয়েছে অনুরাগীদের ভিড়। প্রিয় অভিনেতার জামিন হওয়ায় স্বস্তি পেয়েছেন সকলেই। তাকে দেখতে সকালেই বাড়ির সামনে হাজির হয়েছিলেন অনুরাগীরা।

এ ঘটনায় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘আমি আইন মেনে চলা নাগরিক। প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব।

যা যা করার প্রয়োজন সবই করব। দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণত নিজের সিনেমার প্রিমিয়ারে আমি পৌঁছে যাই। গত ২০ বছর ধরে এমনটাই করেছি। সে দিনও পৌঁছে গিয়েছিলাম প্রিমিয়ারে। তবে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। যা হয়েছে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আবারও মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা রয়েছে। আমার ও আমার পরিবারের কাছে এই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং।’গত ৫ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ দ্য রুল’ মুক্তি পেয়েছে। ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই সিনেমার প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে। সেই উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তাকে দেখতে তার অসংখ্য অনুরাগী সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কালঘাম ছুটে যায় হায়দরাবাদ পুলিশের। ভিড়ের চাপে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয় সন্ধ্যা থিয়েটারে। দমবন্ধ হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। গুরুতর জখম হন সেই নারীর আট বছরের ছেলে।

এই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আর্জি জানান আল্লু। শুক্রবারই অন্তর্বর্তী জামিন পান তিনি। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলেই রাত কাটাতে হয় অভিনেতাকে। শনিবার সকালে জেল থেকে তিনি জুবিলি হিলসের বাড়িতে ফিরেছেন।