দীর্ঘ ১৬ বছরের কাজী সালাউদ্দিন যুগের অবসান ঘটিয়ে বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। ফুটবল ফেডারেশনের নির্বাচনে তিনি জিতেছেন ১২৩ ভোট পেয়ে। আজ শনিবার (২৬ অক্টোবর) নির্বাচনে জয়ী হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাবিথ আউয়াল।
এসময় তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে দেশের ফুটবলের স্বার্থে এগিয়ে যেতে চান। আনতে চান সংস্কারও।
ফুটবলের সংস্কার করাই লক্ষ্য হবে তার কমিটির মূল লক্ষ্য, গণমাধ্যমকে এই বার্তাই দিলেন তাবিথ আউয়াল। এর পাশাপাশি ফুটবলের প্রতি মানুষের আস্থা ফেরাতে নতুন এই বাফুফে সভাপতি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তবে সামনের কার্যনির্বাহী সভায় সবার মতামতের ভিত্তিতে দেশের ফুটবল এগিয়ে নেয়ার পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আজ শনিবার (২৬ অক্টোবর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর উল্লাসে মেতে ওঠেন তাবিথের সমর্থকরা। মোট ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাফুফের নতুন এই প্রেসিডেন্ট।
বাফুফের নির্বাচনে তাবিথ আউয়ালের বিপক্ষে ভোট করা মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইমরুল হাসান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও অন্যান্য চার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাসের শাহরীয়ার জাহেদি, ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিম।