নাটোরে ঘন কুয়াশার কারণে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
আজ সোমবার ভোরে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক হুসাইন মারা যান। আর নাটোর-রাজশাহী মহসড়কের চাঁনপুর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
নিহত ট্রাকচালক হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকার মৃত ছিদ্দিক বিশ্বাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সাদ্দাম হুসাইন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে ঘন কুয়াশায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় একটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়।
এ সময় উভয় পাশ থেকে তিনটি তিনটি করে ছয়টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালকসহ অন্তত ৬/৭ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বালুবোঝাই ড্রাম ট্রাকের চালক হুসাইনকে মৃত ঘোষণা করে।
অপরদিকে নাটোর- রাজশাহী মহসড়কের চানপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে বলে জানিয়েছেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফিরোজ হোসেন।