ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

৫৪ নদীর পানির ন্যায্য দাবিতে রংপুরে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ১৮ বার

তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বন্যা ও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ হয়েছে। তিস্তা বাঁচাও আন্দোলনের ব্যানারে রোববার দুপুরে নগরীর কাচারী এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য রেদোয়ান ফেরদৌস, সবুজ রায়, হীরা লাল বর্মন, তিস্তাপাড়ের বাসিন্দা আরমান হোসেন দুলু, তারা মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। শুধু তিস্তার ক্ষেত্রেই নয়, ভারত থেকে আসা ৫৪টি নদীর পানিপ্রবাহ তারা একইভাবে নিয়ন্ত্রণ কিংবা অন্যায়ভাবে প্রত্যাহার করছে।

বক্তারা আরও বলেন, ভারতের পানি আগ্রাসনের কারণে একবার আমরা বন্যার পানিতে ডুবছি, আরেকবার খরায় পুড়ছি। তিস্তাপারের মানুষের জীবন, প্রকৃতি আজ ধ্বংসের মুখে। নদীতে পানিপ্রবাহ দুর্বল থাকায় বালু পড়ে নদীগর্ভ বালু দিয়ে ভরাট হচ্ছে। ফলে এই বর্ষায় নদীভাঙন ও বন্যার কবলে পড়ে হাজার হাজার একর জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে, ফসল, ঘরবাড়ি, জনপদ ভেসে যাচ্ছে।

তারা আরও বলেন, ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন। গোটা অঞ্চলের কৃষি-মৎস্য সম্পদ, পরিবেশ-প্রকৃতি বিপর্যস্ত। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

৫৪ নদীর পানির ন্যায্য দাবিতে রংপুরে মানববন্ধন

আপডেট টাইম : ১০:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বন্যা ও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ হয়েছে। তিস্তা বাঁচাও আন্দোলনের ব্যানারে রোববার দুপুরে নগরীর কাচারী এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য রেদোয়ান ফেরদৌস, সবুজ রায়, হীরা লাল বর্মন, তিস্তাপাড়ের বাসিন্দা আরমান হোসেন দুলু, তারা মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। শুধু তিস্তার ক্ষেত্রেই নয়, ভারত থেকে আসা ৫৪টি নদীর পানিপ্রবাহ তারা একইভাবে নিয়ন্ত্রণ কিংবা অন্যায়ভাবে প্রত্যাহার করছে।

বক্তারা আরও বলেন, ভারতের পানি আগ্রাসনের কারণে একবার আমরা বন্যার পানিতে ডুবছি, আরেকবার খরায় পুড়ছি। তিস্তাপারের মানুষের জীবন, প্রকৃতি আজ ধ্বংসের মুখে। নদীতে পানিপ্রবাহ দুর্বল থাকায় বালু পড়ে নদীগর্ভ বালু দিয়ে ভরাট হচ্ছে। ফলে এই বর্ষায় নদীভাঙন ও বন্যার কবলে পড়ে হাজার হাজার একর জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে, ফসল, ঘরবাড়ি, জনপদ ভেসে যাচ্ছে।

তারা আরও বলেন, ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন। গোটা অঞ্চলের কৃষি-মৎস্য সম্পদ, পরিবেশ-প্রকৃতি বিপর্যস্ত। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।