নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার গঠনের দাবীতে নেত্রকোণার মদনে মানববন্ধন কর্মসূচি পালন করে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করে।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আক্কাস উদ্দিন, অধ্যক্ষ মঞ্জুুরুল হক খান, অধ্যক্ষ শামছুর রহমান স্বপন, শিক্ষক নেতা আলী আহমেদ, শফিকুল ইসলাম চৌঃ, রফিকুল ইসলাম খোকন প্রমূখ। এ সময় উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট একটি স্মারক লিপি প্রেরণ করা হয়।