অবরোধকারীরা কত নাশকতা করবে, তারা কিন্তু বলেনি

চলমান অবরোধ কর্মসূচিতে হওয়া নাশকতার ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, ‘একটি বিষয় মনে রাখতে হবে- ধরুন তিনটি ঘটনা ঘটেছে, কিন্তু ৩০০০ ঘটনা যে আমরা প্রতিরোধ করেছি সেই হিসাব কিন্তু আমাদের মধ্যে নেই। অবরোধকারীরা কত নাশকতা করবে, তারা কিন্তু বলেনি।’

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খ. মহিদ উদ্দিন বলেন, ‘অবরোধে যারা বাসে আগুন দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে।’

তিনি বলেন, ‘নাশকতা প্রতিরোধে যাদের সক্রিয় ও সচেতন করা প্রয়োজন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিয়েছি এবং কিছু পরামর্শ দিয়েছি।’

অতিরিক্ত কমিশনার বলেন, ‘বাসে যাতে আগুন না দিতে পারে সেজন্য সব পক্ষের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। নাশকতা প্রতিরোধের জন্য পরিকল্পনা সাজিয়েছি। আমাদের নিরাপত্তা বাড়িয়েছি। চালক ও হেলপারদের করণীয় কী সেগুলো আমরা বলে দিয়েছি এবং এখনো বলছি। আমরা আশাকরি এতে কাজ হবে। এর বাইরেও যদি কেউ বিক্ষিপ্তভাবে করার চেষ্টা করে তাদের আজ হোক কাল হোক, আইনের আওতায় আনা হবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর