এসে গেছে এবারের মতো
মাহে রমজানের বিদায়ের ডাক
এসে গেছে নাজাতের সিয়ামে
পবিত্র লাইলাতুল কদরের রাত।
এশা পড়ো, তারাবী পড়ো
পড়ো মুসলিম নফল নামাজ
জিকির করো আল্লাহর শানে
প্রিয় নবী মোহাম্মদ (স:) এর নামে
করো পাঠ দরুদ ও সালাম।
নিজের গুনাহের চাও মাফ
এক আল্লাহর দরবারে
মুসলিম উম্মাহর শান্তি করো কামনা
দু হাত তুলে মোনাজাতে।
পবিত্র
রমজানের বিদায়ে কাঁদো মুসলিম
শেষ দশ রমাজানের বিজোড় রাতে
খুঁজে দেখ শবে কদর
মহিমান্বিত রাত করে পালন
ছাব্বিশ দিবাগত রাতে।
মুসলিম জাহান করে ইবাদত
রাত থেকে ভোরে
দোয়া যেন আল্লাহ করে কবুল
ফজরের নামাজের পর আখেরী মোনাজাতে।
মুসলিম কাঁদে গুনাহ মাফের তরে,
ঘুমিয়ে থেকো না হে মুমিন মুসলমান
লাইলাতুল কদরের রাতে।
এক আল্লাহ সর্ব শক্তিমান
নাই কোন দ্বিতীয় মাবুদ
নবী আমার শেষ পয়গাম্বর
আলামিন প্রিয় নবী মোহাম্মদ (স:)।
লাইলাতুল কদরের রাত দিয়েছেন আল্লাহ
পানাহ চাইবার সুবর্ণ সুযোগ
ইবাদতে কাটুক মহিমান্বিত রাত্রি থেকে ভোর।