মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একপক্ষের দুইজন আহত হয়েছে এবং অন্য পক্ষের আরো দুইজন’কে রোগী সাজানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহতরা হলেন, মৃত সৈয়দ আলী ছেলে ছোট্টন মিয়া (৫৫), ছোট্ট মিয়ার স্ত্রী রওশন আরা (৩৫)। অন্য পক্ষের সাজানো আরো দুইজন রোগী হলো- ধনাই মিয়া ছেলে মোঃ খাইরুল (৩৫) ও এনায়েত (৩০)।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে বাড়ি সীমানা দিয়ে বৃষ্টির পানি চলাচল বন্ধ করে দেন একই বাড়ীর মৃত ধনাই মিয়া ছেলে কবির (৪৫)। এ সময় কবিরের সাথে ছোট্টনের স্ত্রী রওশন আরা’র তর্কাতর্কি হয়।
একপর্যায়ে কবির ও তার তিন ভাই মিলে রওশন আরাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাঠিসোটা দিয়ে এলোপাতারি ভাবে আঘাত করতে থাকে। রওশন আরা’র স্বামী ছোট্টন মিয়া বাঁচাতে আসলে তাকেও বেধড় মারপিট করে। ছোট্টন ও তার সহধর্মিণী গুরুত্ব আহত হলে পরিবারের লোকজন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
ভুক্তভোগী ছোট্টন মিয়া বলেন, কবিরের লোকজন অন্যায় ভাবে হামলা চালিয়ে আমার স্ত্রী ও আমাকে আহত করে কান্ত হয়নি। উল্টো আমার বিরুদ্ধে মামলা দিতে, তার দুই ভাইকে রোগী সাজিয়া হাসপাতালে ভর্তি করেছে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত কবির এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাওহীদুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ ফেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয ব্যবস্থা গ্রহন করা হবে।