রাষ্ট্রপতির অবসরের পর প্রথম নিজ জেলায় আবদুল হামিদ

টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন শেষ করার পর প্রথমবারের মতো নিজ জেলা কিশোরগঞ্জে গেলেন মো. আবদুল হামিদ। রোববার বিকেল ৩টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

জেলা ও দায়রা জজ মো. শাম্মী হাসিনা পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-মামুনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা তাকে বরণ করেন।

কয়েকশ তরুণ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্টেডিয়াম থেকে সার্কিট হাউজে আবদুল হামিদকে পৌঁছে দেন। সার্কিট হাউজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময় করেন আবদুল হামিদ।

এসময় আবদুল হামিদ বলেন, ‘নিজ জেলায় আসতে পেরে এবং সবার সঙ্গে দেখা হওয়ায় আমার খুব ভালো লাগছে। আবহাওয়া খারাপ থাকায় এক ঘণ্টা আগে আসতে হয়েছে। আমি ভালো আছি। তোমরা কেমন আছ? এবার কিশোরগঞ্জে অনেক দিন থাকবো। পরে সবার সঙ্গে কথা বলবো।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর