মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ “মৎস্য আইন মেনে চলুন, মৎস্য সমম্পদ রক্ষা করুন” এই স্লোগানকে সামনে রেখে, হাওড়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মৎস্যজীবীদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা হেলান উদ্দিন তালুকদার, মাঘান ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মাসুদ, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, মদন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্যজীবীরা, সমবায় ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং গণমাধ্যম কর্মী প্রমুখ।