ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং দিবস উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
গত শনিবার জেলা পুলিশ লাইনে শ্রেষ্ঠ কমিউনিটি সদস্য হিসেবে ইটনা উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নজরুল ইসলামের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম মোল্লা দুলু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সম্মাননা পাওয়া নজরুল ইসলাম বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, জুয়া, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, সমাজ বিরোধী অন্যায় অবিচার রোধ করা যায়। আমাকে সম্মাননা প্রদান করায় আমি প্রশাসন কে ধন্যবাদ জানাই।
ভবিষ্যতে যেন কমিউনিটি পুলিশিং কার্যক্রমে কে আমাদের এলাকায় সুন্দর ভাবে বাস্তবায়ন করতে পারি সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন।