নেত্রকোনা সীমান্তে ৬ লাখ সাড়ে ৬ হাজার ৫ শত ভারতীয় রুপি উদ্ধার, আটক ২

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনা সীমান্তে কলমাকান্দায় শনিবার সকাল ৮টায় সুবাদার সেলিমের নেতৃত্বে ৬ লক্ষ ৬ হাজার ৫ শত ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেল সহ ২ জন ব্যবসায়ীকে আটক করেছে লেঙ্গুরা বিওপি’র বিজিবি টহল দল।

আটককৃত ব্যবসায়ীরা হলো, যথাক্রমে চৈতানগর গ্রামের আছর উদ্দিনের পুত্র জয়নাল উদ্দিন ও গৌরিপুর গ্রামের মিরাজ আলীর পুত্র দুলাল মিয়া। তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় রুপির রমরমা ব্যবসা করে আসছিল। এছাড়াও সীমান্তব্যাপি একটি শক্তিশালী রুপি ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে।

স্থানীয় চোরাচালানীরা দেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি সংগ্রহ করে ভারত থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে চোরাচালান পরিচালনা করে।

সুবাদার সেলিম জানান, বিজিবি সীমান্ত এলাকায় জিরো টলারেন্স নীতিতে টহল অব্যাহত রেখেছে। এর ফাঁকেই বিজিবিকে ফাঁকি দিয়ে চোরাকারবারীরা এ ব্যবসা পরিচালনা করে আসছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর