ইউক্রেনের হয়ে কানাডাকে যে অনুরোধ জানাল জার্মানি

হাওর বার্তা ডেস্কঃ তিন দিনের সফরে বর্তমানে কানাডায় আছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।

তিনি রাশিয়াকে গ্যাস টারবাইন না পাঠাতে অনুরোধ করেন। কানাডার কাছে একই অনুরোধ একাধিকবার করেছে ইউক্রেনও। খবর আনাদোলুর।

রাশিয়া এ গ্যাস টারবাইনটি মেরামত করতে কানাডায় পাঠিয়েছিল।মেরামতের পর এটি রাশিয়ায় পাঠানোর জন্য জাহাজে তুলছে।

জার্মানির চ্যান্সেলর রোববার কানাডাকে বলেন, রাশিয়া বর্তমানে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এ অবস্থায় কানাডার উচিত দেশটিকে কোনো ধরনের সহযোগিতা না করা।

ইউরোপের অন্য নেতারাও সুর মিলিয়েছেন ইউক্রেনের সঙ্গে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর