রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের কাউকে বাঁচানো গেল না

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের কাউকেই বাঁচানো গেল না।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ শাহীন মিয়ার (২৫) মৃত্যু হয়। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এর আগে ৭ জনের মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শাহীন মিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

গত শনিবার ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে মালিকসহ ৮ জন দগ্ধ হন। সেদিনই তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ওই গ্যারেজে দগ্ধ ৮ জন হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) এবং মো. আলম (২৩)।

শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সবশেষ মারা যাওয়া শাহিনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতরাতে তিনি মারা গেছেন। আমাদের এখানে দগ্ধ হয়ে ৮ জনই এসেছিলেন। দগ্ধ ৮ জনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
শাহীনের বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়। উত্তরায় পরিবার নিয়ে থাকতেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর