প্রাথমিকের শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান শুরু ১১ আগস্ট: স্বাস্থ্যমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ রোধে প্রাথমিকের শিক্ষার্থীদের (৫-১১ বছর বয়সী শিশুদের) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে এসব শিশুকে করোনার টিকা দেওয়া শুরু হবে।
রোববার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। এরপর পর্যবেক্ষণের জন্য কিছু সময় নেব। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট থেকে এই টিকা কার্যক্রম পুরোদমে শুরু হবে।

এ সময় শিশুদের টিকা নিতে অভিভাবকদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর