আবারও বাড়ছে কুশিয়ারা নদীর পানি, তলিয়ে গেছে ঘরবাড়ি

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে ফের বাড়ছে কুশিয়ারা নদীর পানি। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তলিয়ে গেছে ঘরবাড়ি ও বাজার। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের লোকজনের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন ধরে গোলাপগঞ্জ উপজেলাজুড়ে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে নেমে আসছে পাহাড়ি ঢল। এতে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

 উপজেলার ভাদেশ্বরের মীরগঞ্জ বাজারে এখন হাঁটু পানি। বাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। এছাড়া বাজারের পার্শ্ববর্তী গ্রামগুলোও প্লাবিত হচ্ছে।

মীরগঞ্জ বাজারের ব্যবসায়ী লুৎফুর রহমান বুধবার জানান, কুশিয়ারা নদীর পানি বাড়ার কারণে বাজার তলিয়ে গেছে। এছাড়া চলমান বন্যার কারণে উপজেলার বাঘা, শরীফগঞ্জ, বাদেপাশা, বুধবারীবাজার, ভাদেশ্বর, আমুড়া ইউনিয়নের অধিকাংশ এলাকার লোকজন এখনো পানিবন্দি। এসব লোকজনের ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর