দায়িত্বপালনরত অবস্থায়আল জাজিরার সাংবাদিক নিহতের ঘটনায় তথ্যমন্ত্রীর শোক

 হাওর বার্তা ডেস্কঃ আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্বপালনরত অবস্থায় তার এ মৃত্যু অত্যন্ত দু:খজনক এবং উদ্বেগজনক। প্রয়াত শিরীন আবু আকলেহ যুগে যুগে সাহসী সাংবাদিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

এর আগে বুধবার ( ১১ মে)  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন প্রখ্যাত সাংবাদিক শিরীন আবু আকলেহকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অ্যাসাইনমেন্টে থাকাকালীন সময়ে তাকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর