,

accident

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

হাওর বার্তা ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল (৩০), তাজু (২৩) ও সবুজ (৩৬)। তারা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

 

পলাশবাড়ী থানার ওসি জানান, সকালে পীরগঞ্জ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পলাশবাড়ীর দিকে আসছিল। রিকশাটি বিটিসি মোড়ে পৌঁছালে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর