সদরঘাটে অভিযান, ৭ লঞ্চকে জরিমানা

হাওর বার্তা ডেস্কঃ যাত্রীবাহী ল‌ঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বি‌ভিন্ন অনিয়‌মের অভি‌যো‌গে সাত‌টি লঞ্চ‌কে জ‌রিমানা ক‌রে‌ছেন নৌপ‌রিবহণ অধিদপ্ত‌রের ভ্রাম‌্যমাণ আদালত।

বুধবার বিকা‌লে রাজধানীর সদরঘা‌টের ঢাকা নদী বন্দ‌রে ওই লঞ্চগু‌লো‌কে ১ লাখ ৯৫ হ‌াজার টাকা জ‌রিমানা করা হয়।

এর মধ্যে এম‌ভি‌ জামাল- ৫ লঞ্চ‌কে ২০ হাজার টাকা, সম্রাট-২,  অ‌্যাড‌ভেঞ্চার-৯ লঞ্চ‌কে ২৫ হাজার ক‌রে, এম‌ভি ফারহান-৭, পূবালী-৭ ও তাসরিফ-২ লঞ্চ‌কে ৩০ হাজার করে এবং ইয়াদ-৩ লঞ্চ‌কে ৩৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন নৌপ‌রিবহণ অধিদপ্ত‌রের নির্বাহী ম‌্যা‌জিস্ট্রেট শারমীন আক্তার ও একেএম নূর মোহাম্মদ নির্ঝর।

এ সময় আদালত‌কে সহায়তা ক‌রেন নৌঅধিদপ্ত‌রের কর্মকর্তা, নৌপু‌লিশ, আনসার ও কোস্টগার্ড সদস‌্যরা।

অভিযান শে‌ষে নির্বাহী ম‌্যা‌জিস্ট্রেট শারমীন আক্তার সাংবা‌দিক‌দের জানান, লঞ্চগু‌লো‌তে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না রাখা, ইঞ্জিনের তাপ প্রতি‌রোধী ব‌্যবস্থা না থাকা ও মালামাল প‌রিবহণ ক‌রে ইঞ্জিন রু‌মের প্রবেশদ্বা‌র রুদ্ধ ক‌রে রাখা এবং নে‌ভি‌গেশন বা‌তি ঠিকমতো কাজ না করায় লঞ্চগু‌লো‌কে এ জ‌রিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর