হাওর বার্তা ডেস্কঃ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি লঞ্চকে জরিমানা করেছেন নৌপরিবহণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে রাজধানীর সদরঘাটের ঢাকা নদী বন্দরে ওই লঞ্চগুলোকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে এমভি জামাল- ৫ লঞ্চকে ২০ হাজার টাকা, সম্রাট-২, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে ২৫ হাজার করে, এমভি ফারহান-৭, পূবালী-৭ ও তাসরিফ-২ লঞ্চকে ৩০ হাজার করে এবং ইয়াদ-৩ লঞ্চকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নৌপরিবহণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তার ও একেএম নূর মোহাম্মদ নির্ঝর।
এ সময় আদালতকে সহায়তা করেন নৌঅধিদপ্তরের কর্মকর্তা, নৌপুলিশ, আনসার ও কোস্টগার্ড সদস্যরা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তার সাংবাদিকদের জানান, লঞ্চগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না রাখা, ইঞ্জিনের তাপ প্রতিরোধী ব্যবস্থা না থাকা ও মালামাল পরিবহণ করে ইঞ্জিন রুমের প্রবেশদ্বার রুদ্ধ করে রাখা এবং নেভিগেশন বাতি ঠিকমতো কাজ না করায় লঞ্চগুলোকে এ জরিমানা করা হয়।