,

image-461699-1630819324

প্রয়াত ভারতীয় অভিনেতাকে শ্রদ্ধা জানালেন জন সিনা

হাওর বার্তা ডেস্কঃ ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান বিগবসের সিজন ১৩-এর বিজয়ী মডেল সিদ্ধার্থ শুক্লার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা।

দেশটির শোবিজ অঙ্গনে শোকের মাতম চলছে। তার মৃত্যুতে কেবল ভারতেই নয়, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের অনেকেই হতবাক। ফেসবুকে অনেকেই তার প্রতি ভালোবাসা জানিয়ে শোকবার্তা দিচ্ছেন।

ভারতীয় এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর শোক ছুঁয়ে গেছে হলিউড অভিনেতা ও ডব্লিউডব্লিউই মেগাস্টার জন সিনাকে। সদ্যপ্রয়াত এই তারকাকে শেষ শ্রদ্ধা জানান জন সিনা।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুক্লার একটি সাদাকালো ছবি শেয়ার করেন এ রেসলার।

তবে ক্যাপশনে কিছুই লেখেননি।

অবশ্য নিজের সোশ্যাল মিডিয়ায় এভাবেই অনেক পোস্ট দেন তিনি। এর আগেও একইভাবে বলিউডের অনেক তারকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন সিনা। আর এসব ছবিতে কখনও লেখা বা ক্যাপশন ব্যবহার করেন না তিনি। এটিই তার শ্রদ্ধা জানানোর নিজস্ব ভঙ্গি!

বোঝাই যাচ্ছে এ মার্কিন তারকা বলিউডের খোঁজখবর ভালোই রাখেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর