তাপদাহের পূর্বাভাস

হাওর বার্তা ডেস্কঃ সময়টা এখন তাপদাহের দিকেই যাচ্ছে। শনিবার থেকে দেশের একাধিক এলাকায় তাপদাহ বয়ে যেতে পারে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, রাজশাহী, খুলনা, বরিশালসহ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেসব স্থানে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ মার্চের পর থেকে আরও একাধিক এলাকায় তাপমাত্রা বাড়বে।

এ আবহাওয়াবিদ জানান, আগামী এক সপ্তাহে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় আংশিক মেঘ দেখা দিতে পারে। তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর