বাড়ছে করোনা সংক্রমণ: যেদিন থেকে বিশেষ কর্মসূচি নিয়ে মাঠে নামছে পুলিশ

হাওর বার্তা ডেস্কঃ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ দিতে ২১শে মার্চ থেকে বিশেষ কর্মসূচি পালন করবে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। এ সময় করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সভা-সমাবেশ না করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচি পালনের অনুরোধ তার।

সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য ও কর্মকান্ড পরিচালনা করা জরুরি।’ প্রয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে বলেও জানান আইজিপি। করোনামুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ প্রধান।

স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চললে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন পুলিশ প্রধান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর