সোমবার থেকে শীতের তীব্রতা বাড়তে পারে

হাওর বার্তা ডেস্কঃ আগামী সোমবার থেকে সারাদেশে শীতের প্রকোপ বাড়তে পারে। কমতে পারে রাতের তাপমাত্রা। আগামী পাঁচদিনের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, আজ বুধবার রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

আজ নওগাঁ জেলার বাদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর