বিচারপ্রার্থীদের যেন দিনের পর দিন ঘুরতে না হয়

হাওর বার্তা ডেস্কঃ মামলা কমাতে বিচারকদের আরো বেশি কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এদিকে বিচারের জট কমাতে বিচারকদের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সুপ্রীম কোর্ট দিবস উপলক্ষে সুপ্রীম কোর্টে বিকেলে এক আয়োজনে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন বলেন দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা আছে। আর সুপ্রীম কোর্ট সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। বিচারপ্রার্থীদেরকে যেন দিনের পরদিন না ঘুরতে হয় সেবিষয়ে লক্ষ্য রাখার আহবান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর