টিসিবির মাধ্যমে ২৫ টাকা কেজি আলু বিক্রি হবে : বাণিজ্যমন্ত্রী

 

হাওর বার্তা ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে আগামী তিন দিনের মধ্যে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হবে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে বাজারে মুন্সীগঞ্জের আলু প্রতি কেজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। আর রংপুর ও রাজশাহীর আলুর দাম চাওয়া হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি। ভর্তার আলুর (এক প্রকার ছোট ছোট আলু) এক কেজির দাম চাওয়া হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর