কাল থেকে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট শুরু

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা থেকে সৌদি আরবে এ মাসেই ফ্লাইট শুরু করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ারলাইন্সটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

সূত্র জানায়, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। পরবর্তীতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে।

গেল শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। জানা গেছে, করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকে থাকার বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দু’টিরও বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। কিন্তু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর