হাওর বার্তা ডেস্কঃ ফের খবরের শিরোনাম হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার স্বামী রোশন সিংয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন টালিউডের এই সুন্দরী।
ওই ভিডিওতে রোশনকে দিয়ে পায়ে ম্যাসাজ করাতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। শুধু তাই নয়, শ্রাবন্তী ও রোশনের ওই ভিডিওর নেপথ্য সংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সিনেমা ‘জোরু কা গুলাম’র ধুন।
যেখানে ‘ম্যায় জোরু কা গুলাম’-এর ধুনের সঙ্গেই রোশন ও শ্রাবন্তীকে অভিনয় করতে দেখা যাচ্ছে। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও ওই ভিডিও পুরোটাই মজার ছলে শ্যুট করা হয়েছে।
প্রসঙ্গত ২০০০ সালে মুক্তি পায় পরিচালক শাকিল নুরানির সিনেমা জোরু কা গুলাম। গোবিন্দা, টুইংকেল খান্নার সঙ্গে এ সিনেমায় অভিনয় করতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতা কাদের খান ও জনি লিভারকে।