ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল মাতাচ্ছেন ইয়াশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৬ বার

শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। এর আগে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন চিটাগাং কিংসের অফিশিয়াল সঞ্চালক ইয়াশা সাগার। গত কদিন ধরে মাঠ ও গ্যালারি মাতাচ্ছেন তিনি। নেটিজেনদের অনেকের প্রশ্ন- কে এই সঞ্চালক?

বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে অনেক দলই নিজেদের সঞ্চালক নিয়োগ দিয়ে থাকে, তবে বিপিএলে এর আগে দেখা যায়নি। এবারের আসরের জন্য ভারতীয়- কানাডীয় মডেল ইয়াশাকে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।

গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়াশা সাগারকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ

দেওয়া হয়েছে। বিপিএলেই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন ইয়াশা। গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার উপস্থিতি ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ আলোড়ন তোলে।

ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়াশা ফিটনেস সচেতনতার প্রচারে কাজ করেন এবং সামাজিক মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা নিয়ে মানুষকে প্রভাবিত করেন। তার এই উদ্যোগের ফলে বেশ কিছু খাদ্য ও পুষ্টিজনিত ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে।

কানাডিয়ান মডেল হিসেবে পরিচিত হলেও, ইয়েশা সাগরের শেকড় ভারতীয়। তিনি ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়াও পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

ভারতে স্নাতক ডিগ্রি শেষ করার পর, তিনি আরও পড়াশোনা করার জন্য ডিসেম্বর ২০১৫-এ কানাডার টরন্টোতে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখন তিনি স্কুলে ছিলেন, তখন তাকে তার সাবেক সহপাঠীর একটি মিউজিক ভিডিওতে মুখ্য ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন।

আর সেখান থেকেই তার অভিনয় ও মডেলিংয়ের যাত্রা শুরু হয়। তিনি অফার করা সব সুযোগের জন্য হ্যাঁ বলতে থাকেন, যা তাকে অভিনয় দক্ষতা অর্জন, ক্যামেরার মুখোমুখি আত্মবিশ্বাস এবং একটি দলে বিভিন্ন ধরনের লোকের সঙ্গে কাজ করতে সহায়তা করেছিল। তিনি খুব কমই জানতেন যে, তিনি অভিনয়ের প্রেমে পড়বেন এবং এটিকে তার পূর্ণ-সময়ের ক্যারিয়ার হিসাবে চালিয়ে যাবেন। অন্যদিকে বিপিএলের এবারের আসরের জন্য চট্টগ্রাম কিংস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেছে পাকিস্তানের সাবেক কিংবদন্তি শহীদ আফ্রিদিকে। বিপিএলের শুরু থেকেই আফ্রিদির সম্পৃক্ততা ছিল এবং দীর্ঘ ৯ বছর পর এই ফ্র্যাঞ্চাইজিটি নতুনভাবে শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে। সাকিব আল হাসান ও শরিফুল ইসলামসহ মঈন আলি এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো বিদেশি ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করেছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিপিএল মাতাচ্ছেন ইয়াশা

আপডেট টাইম : ১২:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম। এর আগে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন চিটাগাং কিংসের অফিশিয়াল সঞ্চালক ইয়াশা সাগার। গত কদিন ধরে মাঠ ও গ্যালারি মাতাচ্ছেন তিনি। নেটিজেনদের অনেকের প্রশ্ন- কে এই সঞ্চালক?

বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে অনেক দলই নিজেদের সঞ্চালক নিয়োগ দিয়ে থাকে, তবে বিপিএলে এর আগে দেখা যায়নি। এবারের আসরের জন্য ভারতীয়- কানাডীয় মডেল ইয়াশাকে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।

গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়াশা সাগারকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ

দেওয়া হয়েছে। বিপিএলেই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন ইয়াশা। গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার উপস্থিতি ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ আলোড়ন তোলে।

ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়াশা ফিটনেস সচেতনতার প্রচারে কাজ করেন এবং সামাজিক মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা নিয়ে মানুষকে প্রভাবিত করেন। তার এই উদ্যোগের ফলে বেশ কিছু খাদ্য ও পুষ্টিজনিত ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে।

কানাডিয়ান মডেল হিসেবে পরিচিত হলেও, ইয়েশা সাগরের শেকড় ভারতীয়। তিনি ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়াও পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

ভারতে স্নাতক ডিগ্রি শেষ করার পর, তিনি আরও পড়াশোনা করার জন্য ডিসেম্বর ২০১৫-এ কানাডার টরন্টোতে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখন তিনি স্কুলে ছিলেন, তখন তাকে তার সাবেক সহপাঠীর একটি মিউজিক ভিডিওতে মুখ্য ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন।

আর সেখান থেকেই তার অভিনয় ও মডেলিংয়ের যাত্রা শুরু হয়। তিনি অফার করা সব সুযোগের জন্য হ্যাঁ বলতে থাকেন, যা তাকে অভিনয় দক্ষতা অর্জন, ক্যামেরার মুখোমুখি আত্মবিশ্বাস এবং একটি দলে বিভিন্ন ধরনের লোকের সঙ্গে কাজ করতে সহায়তা করেছিল। তিনি খুব কমই জানতেন যে, তিনি অভিনয়ের প্রেমে পড়বেন এবং এটিকে তার পূর্ণ-সময়ের ক্যারিয়ার হিসাবে চালিয়ে যাবেন। অন্যদিকে বিপিএলের এবারের আসরের জন্য চট্টগ্রাম কিংস তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেছে পাকিস্তানের সাবেক কিংবদন্তি শহীদ আফ্রিদিকে। বিপিএলের শুরু থেকেই আফ্রিদির সম্পৃক্ততা ছিল এবং দীর্ঘ ৯ বছর পর এই ফ্র্যাঞ্চাইজিটি নতুনভাবে শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে। সাকিব আল হাসান ও শরিফুল ইসলামসহ মঈন আলি এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো বিদেশি ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করেছে তারা।