নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্রদল’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনার মদনে উপজেলা ছাত্রদল’র উদ্যোগে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচী পালিত।
বুধবার (১ জানুয়ারি-২০২৫) সকালে বিএনপি’র মদন উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তলনের মধ্যে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে এ উপলক্ষ্যে দলীয় কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে মদন পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এ সময় উপজেলা ছাত্রদল’র সভাপতি এসএইচ পিপুল’র সভাপতিত্বে ও সা. সম্পাদক শামীম হাসান’র সঞ্চালনায় মুক্ত মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তাং ও সা.সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, ছাত্রদল ও যুবদল’র সাবেক সভাপতি সাইফ আহমেদ সেকুল, পৌর বিএনপি’র সা.সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ রিপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মিটু ও যুগ্ম-আহ্বায়ক মেহেদী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে জাহাঙ্গীরপুর তহুরা আমীন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা’র আয়োজন করা হয়।